Site icon Jamuna Television

চট্টগ্রাম-কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের সমীক্ষা শেষ ডিসেম্বরে

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পের সমীক্ষা শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। সমীক্ষা শেষে ডিপিপি প্রণয়ন করা হবে।

চট্টগ্রাম হাটহাজারী এবং রাউজানে ২টি সড়কের নির্মাণ কাজ পরিদর্শনের সময় একথা জানান সড়ক ও জনপদ অধিদফতরের প্রধান প্রকৌশলী আবদুস সবুর। তিনি বলেন, ১১ কোটি টাকা ব্যয়ে অস্ট্রেলিয়ার একটি সংস্থা এই সমীক্ষার কাজ করছে।

এছাড়া যানজট নিরসনে হাটহাজারী জংশনে ফ্লাইওভার নির্মানের পরিকল্পনার কথাও জানান তিনি। এসময় চট্টগ্রাম সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওয়াহিদুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version