Site icon Jamuna Television

রাশিয়ায় বিষাক্ত মদ পানে মৃত্যু বেড়ে ২৬

প্রতীকী ছবি।

রাশিয়ার কাজাখিস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে বিষক্রিয়ায় এক সপ্তাহে ২৬ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ৯ জনের মৃত্যু হলেও আজ শনিবার (৯ অক্টোবর) তা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। অপরদিকে আরও ২৮ জন বিষক্রিয়ায় ভুগছেন বলেও জানানো হয়েছে। মস্কো থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ১৫০০ কিলোমিটার দূরের ওই অঞ্চলে বিক্রি হওয়া অ্যালকোহল পণ্য মান নিয়ন্ত্রণ করে তৈরি কিনা তা জানার জন্য তদন্ত চলছে।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) তদন্ত দল জানিয়েছিল, ইতোমধ্যে ৬ জনকে পান অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে রাশিয়ার সাইবেরিয়ায় মদের বিষক্রিয়ার ব্যাপক মৃত্যুর ঘটনার পর রুশ সরকার দেশটিতে অতি মাত্রায় ইথানল থাকা পানীয়, ওষুধ, সুগন্ধি ও অন্যান্য তরল পদার্থ উৎপাদন ও বিপণনে ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ আনে।

Exit mobile version