Site icon Jamuna Television

সাত মাস পর আবার এলো ভারতীয় টিকা

সাত মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে টিকা আসা শুরু হয়েছে। বিকালে ঢাকায় পৌঁছেছে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনাকার ভ্যাকসিন।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে বেক্সিমকোর মাধ্যমে কেনা এই ১০ লাখ টিকা বিমানবন্দরে পৌঁছায়।

সরকার গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি করে। প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়ার কথা ছিলো। চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে, ২৩ ফেব্রুয়ারি আসে দ্বিতীয় চালান। দুই কিস্তিতে সেই টিকার ৭০ লাখ পাওয়া গেলেও ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে সেরামের টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপর বাংলাদেশ চুক্তির আর কোনো টিকা পায়নি।

তবে ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ ভ্যাকসিন উপহার দেয়।

Exit mobile version