Site icon Jamuna Television

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৫০

ছবি: সংগৃহীত।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে নৌকাডুবির ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো শনিবার (৯ অক্টোবর) বলেন, গত মঙ্গলবার (৫ অক্টোবর) মধ্যরাতের দিকে ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি ডুবে যায়। নৌযানটিতে যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন ৩৯ জন। বাকি ১২০ জনের মধ্যে ৫১ জনের মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে এবং ৬৯ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন।

বৈরী আবহাওয়া এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Exit mobile version