Site icon Jamuna Television

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: অ্যান্টোনিয়ো গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

মুক্ত-স্বাধীন গণমাধ্যমের জন্য বৈশ্বিক উদ্যোগ পুনরায় জোরদারের দাবি জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

এ বছর নোবেল শান্তি পুরস্কার লাভ করায় দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে পাঠানো অভিনন্দন বার্তায় এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব।

গতকাল শনিবার (৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, নোবেল জয়ী সাংবাদিকদের অভিনন্দন জানানোর পাশাপাশি আমাদের বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের মৌলিক কাজের স্বীকৃতি এবং বিশ্বজুড়ে মুক্ত-স্বাধীন ও বৈচিত্র্যময় গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকেরা খারাপ কাজের তদন্ত করতে পারেন। জনগণকে সঠিক তথ্য সরবরাহ করেন। এর ফলে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত হয়। তারা জনগণের কাছে সত্য প্রকাশে বাধ্য হন।

উল্লেখ্য, নরওয়ের রাজধানী অসলো থেকে শুক্রবার (৯ অক্টোবর) নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন। মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মারিয়া ও দিমিত্রিকে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

Exit mobile version