Site icon Jamuna Television

বাছাইপর্বে ইংল্যান্ড ও পোল্যান্ডের বড় জয়

বিশ্বকাপ বাছাই পর্বে বড় জয় পেয়েছে ইংল্যান্ড ও পোল্যান্ড। ইংলিশরা ৫-০ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে। একই ব্যবধানে সান মারিনোর বিপক্ষে জয় পেয়েছে পোলিশরা।

অ্যান্ডোরার মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১৭ মিনিটে লিড নেয় ইংল্যান্ড। স্কোরশিটে নাম তোলেন লেফট ব্যাক বেন চিলওয়েল। ৪০ মিনিটে মেসন মাউন্টের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনাল তারকা বুকায়ো সাকা। ৫৯ মিনিটে ইংলিশদের হয়ে তৃতীয় গোল করেন রোমায় খেলা স্ট্রাইকার টমি আব্রাহাম। ২০ মিনিট পর পেনাল্টি পায় ইংল্যান্ড। জেমস ওয়ার্ড-প্রাউস স্পট কিক মিস করলেও ফিরতি বল জালে জড়ান।

৮৬ মিনিটে বদলি হিসেবে নামা গ্রিলিশও অ্যান্ডোরার জালে বল জড়ালে ৫-০’র জয় পায় সাউথগেটের দল।

Exit mobile version