Site icon Jamuna Television

ক্যানসার জয় করে কাজে ফিরলেন কিরণ খের

ক্যানসার জয় করে কাজে ফিরলেন কিরণ খের

ছবি: সংগৃহীত

দীর্ঘ কয়েক মাসের বিরতির পর কাজে ফিরলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের। কাজে ফেরার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বর্ষীয়ান এ অভিনেত্রী।

কিরণের করা ওই পোস্টে দেখা যাচ্ছে, প্রিন্টেড সালোয়ার স্যুট পরে খোলা ল্যাপটপের সামনে কোনো ব্যাপারে মগ্ন হয়ে বসে রয়েছেন তিনি। ছবিতে করা তার ক্যাপশনের মাধ্যমে জানা গেলো, ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট অর্থাৎ অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন সারলেন রাজ্যসভার এ সদস্য।

এদিকে ক্যান্সার জয় করে কাজে ফেরার খবরে খুশি তার ভক্তরা। উচ্ছ্বসিত তার স্বামী অনুপম খেরও। ছবির কমেন্ট ক্যাপশনে স্ত্রীর উদ্দেশে লেখা তার ‘ওয়েল ডান’ কমেন্ট মন ছুঁয়েছে দর্শকদেরও।

এনএনআর/

Exit mobile version