Site icon Jamuna Television

তুরাগ নদে নিখোঁজ দু’জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান

তুরাগ নদে নৌকাডুবিতে নিখোঁজ দু'জনের সন্ধানে চলছে উদ্ধার

ছবি: সংগৃহীত

আমিনবাজারে তুরাগ নদে নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। গতকাল আলো সল্পতার জন্য সন্ধ্যার পর উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়।

আজ রোববার সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো অভিযানে নেমেছে নৌবাহিনী, কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদের বিভিন্ন এলাকায় চলছে তৎপরতা।

শনিবার সাভারের আমিনবাজারে বাল্কহেডের ধাক্কায় শ্রমিকবাহি নৌকাডুবে যায়। এসময় ১১ জন সাঁতরে তীরে উঠলেও ৫ শিশুসহ দুই নারী নিখোঁজ হয়। গতকাল পাওয়া যায় ৪ শিশুসহ এক নারীর মরদেহ। ধাক্কা দেয়া বাল্কহেড এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

এনএনআর/

Exit mobile version