Site icon Jamuna Television

শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: প্রতীকী

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ধানভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে বিল্লাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ময়মনসিংহের গৌরীপুর থানার মহিসারং এলাকার মৃত ইমান আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাদিউল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন বিল্লাল হোসেন। শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে ঢাকাগামী ধানভর্তি একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে আগুন ধরে যায়। এ সময় বিল্লাল হোসেন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ করলেও এর চালক পলিয়ে গেছে।

ইউএইচ/

Exit mobile version