Site icon Jamuna Television

রাত ৩টায় ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ খেলতে রাতে মাঠে নামবে জায়ান্ট ব্রাজিল। রাত ৩টায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।

কাতারের টিকেট পাওয়ার লড়াইয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে ব্রাজিল। সেই ধারাটা কলম্বিয়াকে হারিয়ে ধরে রাখতে চায় ব্রাজিল। সেলেসাও ভক্তদের জন্য সুখবর, নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন নেইমার। ব্রাজিল একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। নেইমারকে জায়গা দিতে বাদ পড়তে পারেন হেসুস। সেই সাথে অ্যালেক্স স্যান্ড্রো ও গোলরক্ষক এডারসনও জায়গা পেতে পারেন মূল একাদশে।

অন্যদিকে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কলম্বিয়ার কোভ রেইনালদো রুয়েদা। নাপোলির গোলরক্ষক ডেভিড অসপিনা, রায়ে ভায়েকানোর রাদামেল ফ্যালকাও, টটেনহামের সেন্টার ব্যাক ডেভিনসন সানচেজ, এভারটনের ইয়েরি মিনা, য়্যুভেন্টাসের কুয়াদ্রাদো দলে ডাক পেয়েছেন।

এখন পর্যন্ত কলম্বিয়ার সাথে ৩৩টি ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে ২০টিতে, হেরেছে মাত্র তিন ম্যাচ আর ড্র হয়েছে ১০টি।

এম ই/

Exit mobile version