Site icon Jamuna Television

মাদক মামলায় জামিন চাইতে আদালতে পরীমণি

চিত্রনায়িকা পরীমণি

মাদক মামলায় জামিন চাইতে ঢাকা মহানগর হাকিম আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি। রোববার (১০ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে আদালতে যান তিনি।

৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই আসামি হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে, গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‌্যাব। পরদিন র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। বর্তমানে পরীমণি জামিনে রয়েছেন।

ইউএইচ/

Exit mobile version