Site icon Jamuna Television

বিশ্বকাপ দলে শোয়েব মালিক, আনন্দিত আফ্রিদি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন শোয়েব মালিক। তার স্কোয়াডে সুযোগ পাওয়ার খবরে আনন্দিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পাকিস্তান দলে দীর্ঘ দিন ধরে মিডল অর্ডার ব্যাটিংয়ে সমস্যা দেখে অনেক আগেই আফ্রিদি টুইট করে পরামর্শ দিয়েছিলেন, শোয়েব একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক মঞ্চে দলের জন্য অবদান রাখবে। কিন্তু সেপ্টেম্বরে ঘোষণা করা পাকিস্তান দলে নাম ছিল না শোয়েবের। ৮ অক্টোবর করা তিনটি পরিবর্তনেও নাম ছিল না ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া এই অভিজ্ঞ অলরাউন্ডার। অবশেষে সোহাইব মাকসুদ চোটে পড়লে পাকিস্তান দলে জায়গা হয় শোয়েব মালিকের।

শোয়েব মালিকের অন্তর্ভুক্তিতে টুইট করেছেন শহীদ আফ্রিদি। লিখেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে শোয়েব মালিক ডাক পেয়েছে জেনে ভালো লাগছে। একজন সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দলের প্রতি অবদান রাখতে পারেন তিনি। দলের জন্য রইল শুভ কামনা।

এম ই/

Exit mobile version