Site icon Jamuna Television

অভিজ্ঞ আম্পায়ারের অভাবে নতুন নিয়ম টি-টোয়েন্টিতে

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে এই প্রথম পুরুষ ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম। অভিজ্ঞ আম্পায়ার না থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম টেস্ট ও ওয়ানডে ক্রিকেটেই সীমাবদ্ধ ছিলো। টি-টোয়েন্টি ফরম্যাটেও এবার সংযোজন করা হলো ডিআরএসের ব্যবস্থা। করোনা মহামারির কারণে অভিজ্ঞ আম্পায়াররা না থাকায় বিশ্বকাপের ম্যাচগুলোতে এই ব্যবস্থা রাখছে আইসিসি। ফলে যে কোনো দল তাদের ইনিংসে ২টি করে ডিআরএস বা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবে।

এছাড়াও, আগে পাঁচ ওভার খেলা সম্পন্ন হলেই ম্যাচের ফলাফল নির্ধারণ করা যেত। কিন্তু এবার গ্রুপ পর্বে এই নিয়মে ম্যাচের ফলাফল গণনা করলেও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ১০ ওভার খেলা না হলে সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।

চলতি মাসের ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে মূল পর্বে সরাসরি খেলবে ৮ দল। তাদের সাথে যোগ দিবে বাছাইপর্ব পার হয়ে আসা আরো ৪ দল। নভেম্বরের ১৪ তারিখ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

Exit mobile version