Site icon Jamuna Television

মারা গেছেন সৌদি রাজপুত্র আব্দুল্লাহ

সৌদি আরবের রাজপুত্র আব্দুল্লাহ বিন মুহাম্মদ মারা গিয়েছেন। দেশটির একটি অফিসিয়াল বার্তায় আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল আজিজ আল সৌদ বিন ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দেশটির আদালতের বিবৃতি দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, রোববার (১০ অক্টোবর) রাজধানী রিয়াদে তার জানাযার নামাযের ব্যবস্থা করা হবে।

সৌদি এ যুবরাজের পিতা প্রিন্স মুসায়েদ বিন আব্দুল আজিজ আল সৌদ ও মা ফাতিমা বিনতে হাশিম বিন তুর্কি। ১৯৬৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন তিনি। সৌদি আরবের আল ফাইসালিয়াহ স্কুলে শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি।

Exit mobile version