Site icon Jamuna Television

ইংলিশ চ্যানেলে ৯ ঘণ্টা ভাসার পর রক্ষা পেলো নবজাতক!

নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যানেলে ৯ ঘণ্টা ভাসার পর রক্ষা পেলো এক নবজাতক! গত শনিবার (৯ অক্টোবর) অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকা ব্রিটেনে প্রবেশের সময় তাদের উদ্ধার করে পুলিশ।

স্বাস্থ্য পরীক্ষা করে মা ও শিশুকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। জানা যায়, ব্রিটেনে প্রবেশের উদ্দেশে ফ্রান্স থেকে ছোট নৌকায় পাড়ি জমান তারা। ৯ ঘণ্টা সাগরে ভেসে সীমান্তে পৌঁছায় দলটি। কম্বলে আবৃত নবজাতককে রয়াল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশনে নেয়া হয়। স্কাই নিউজকে নবজাতকের মা জানান, এই শিশুর জন্য নিরাপদ জীবন নিশ্চিত করতে তিনি তার জীবন বাজি রেখেছিলেন।

সম্প্রতি ব্রিটেনে বেড়ে চলেছে অভিবাসনপ্রার্থীদের সংখ্যা। যা ঠেকাতে সমুদ্রসীমায় বাড়ানো হয়েছে নজরদারি। ফ্রান্সের সাথে এ ব্যাপারে ব্রিটেন চুক্তি করলেও দেশটির প্রেস অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে চলতি বছরে প্রায় ১৭ হাজার অভিবাসী পাড়ি জমিয়েছে দেশটিতে, যা গেলো বছরের প্রায় দ্বিগুণ।

এম ই/

Exit mobile version