Site icon Jamuna Television

আমিরাতে প্রায় আড়াই কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

ছবি: সংগৃহীত।

আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র- এর চূড়ান্ত বিজয়ী হয়েছেন একজন বাংলাদেশি প্রবাসী। এই লটারির শোয়ে দ্বিতীয় স্থান অধিকার করে তিনি জিতে নিয়েছেন ১০ লাখ দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা। খবর খালিজ টাইমসের।

শনিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে দুবাইয়ে অনুষ্ঠিত হয় এই লাইভ ড্র শো। সেখানে লটারি টিকিটের ছয়টি সংখ্যার মধ্যে পাঁচটি মিলে যাওয়ায় ওই বাংলাদেশিকে দ্বিতীয় বিজয়ী হিসেবে ঘোষণা দেয়া হয়।

এ নিয়ে তিনি চলতি বছর এই জনপ্রিয় শোয়ের ১৬তম বিলিয়নেয়ার হলেন সেই প্রবাসী। তবে নিরাপত্তার কারণে বিজয়ীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জনপ্রিয় এই শোয়ের প্রথম পুরস্কার ৫০ মিলিয়ন দিরহাম। তবে ছয়টি সংখ্যাই মিলে যাওয়া সেই সৌভাগ্যবানের খোঁজ এখনও পাওয়া যায়নি। অর্থাৎ মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র-এর প্রথম বিজয়ী কে তা এখনও অজানা।

তবে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের খালি হাতে ফেরায়নি কর্তৃপক্ষ। ওই বাংলাদেশি ছাড়া আরও ১০২ জন বিজয়ীর প্রত্যেকে ১ হাজার দিরহাম এবং অন্য ১ হাজার ৯৮৪ জন অংশগ্রহণকারী পেয়েছেন ৩৫ দিরহাম করে।

Exit mobile version