Site icon Jamuna Television

অভিবাসন প্রত্যাশীদের কন্টেইনারে রেখেই পালালো পাচারকারীরা

ছবি: সংগৃহীত

গুয়াতেমালায় পরিত্যক্ত একটি কন্টেইনার থেকে কমপক্ষে ১২৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দেশটির সীমান্তবর্তী একটি শহরের পাশের রাস্তা থেকে তাদের উদ্ধার করে গুয়াতেমালা পুলিশ। এদের মধ্যে শতাধিক মানুষ হাইতির। বাকিরা নেপাল ও ঘানার নাগরিক।

পুলিশের বিবৃতি অনুসারে, সীমান্তবর্তী শহরটির রাস্তায় কন্টেইনারটি পড়ে ছিলো। বাইরে থেকে তালা ঝোলানো ছিলো পণ্যবাহী
এই কন্টেইনারে। স্থানীয়রা কান্না আর চিৎকারের শব্দ শুনতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তালা ভেঙ্গে উদ্ধার করা হয় তাদের।

ধারণা করা হচ্ছে, অর্থের বিনিময়ে এসব মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলো মানবপাচারকারীরা। কিন্তু মধ্য আমেরিকার সীমান্তে ফেলেই পালিয়েছে তারা। ভুক্তভোগীদের বৈধ উপায়ে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে গুয়াতেমালা।

মাত্র একদিন আগেই সীমান্তের কাছে তিনটি রেফ্রিজারেটর ট্রাক থেকে সাড়ে ছয়শ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে মেক্সিকো পুলিশ।

Exit mobile version