Site icon Jamuna Television

আবার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন নোবেল

ছবি: সংগৃহীত।

বিভিন্ন বিতর্কে জড়িয়ে অবশেষে গায়ক মাঈনুল আহসান নোবেলের বিয়েও ভেঙেছে সম্প্রতি। গত ১১ সেপ্টেম্বর স্ত্রী সালসাবিল বিচ্ছেদের আইনি নোটিশ পাঠান নোবেলকে। তার দাবি ছিল, নোবেল মানসিকভাবে অসুস্থ। সে মাদক ও নারীতে আসক্ত। এমনকি নোবেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তুলেছিলেন সালসাবিল। তবে বিচ্ছেদের মাস ঘোরার আগেই এবারে প্রকাশ্যেই বিয়ের জন্য পাত্রীর খোঁজ শুরু করছেন এই গায়ক।

শনিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি নতুন পোস্ট দিয়েছেন নোবেল। সেখানে শব্দ মাত্র দু’টি, ‘পাত্রী চাই!’ এর আগে যদিও বিচ্ছেদের সময় নোবেল জানিয়েছিলেন দ্বিতীয় বিয়ে তিনি করবেন পারিবারিক পছন্দেই। তবে কি মধ্যস্থতাকারী হিসেবে নোবেল বেছে নিলেন নিজের ফেসবুক পেজকেই!

নিমেষেই নোবেলের এই পোস্টের নিচে প্রচুর কমেন্ট ও রিঅ্যাকশন পড়েছে। তবে মন্তব্যঘর শুভকামনার বদলে সমোলোচনা ও ক্ষোভে ভরপুর।

Exit mobile version