Site icon Jamuna Television

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, একজনের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় একজনের কারাদণ্ড।

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে আব্দুল মান্নান সিকদার (৫৯) নামে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান সিকদার পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত আব্দুল হামেদ সিকদারের ছেলে।

রোববার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাদুরতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

Exit mobile version