Site icon Jamuna Television

গাড়িচাপায় কৃষক হত্যায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেফতার

ছবি: সংগৃহীত।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখিমপুর খেরিতে গত সপ্তাহে গাড়িচাপা দিয়ে আন্দোলনরত চার কৃষককে হত্যার অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পাঁচ দিন পর গতকাল শনিবার (৯ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয় আশিস মিশ্রকে।

উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল শনিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর সাংবাদিকদের জানান, তদন্তে অসহযোগিতার জন্য তারা আশিসকে গ্রেফতার করেছেন।

উত্তর প্রদেশের সংযুক্ত কৃষক মোর্চা প্রথম থেকেই আশিসকে দায়ী করে এলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এই অভিযোগ উড়িয়ে দিয়ে আসছিলেন।

তিনি দাবি করছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতেই ছিলেন না আশিস। যদিও পরবর্তীকালে গাড়িচাপা দেয়ার ঘটনার যে ভিডিও ভাইরাল হয় তাতে প্রতিমন্ত্রীর ছেলে আশিস ওই গাড়িতেই ছিলেন বলে অভিযোগ ওঠে।

Exit mobile version