Site icon Jamuna Television

তালেবানে যোগদানের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত বাংলাদেশি বংশোদ্ভূত

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবানকে সাহায্য ও এই দলে যোগদান করার চেষ্টার দায়ে এক বাংলাদেশি আমেরিকানকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আইএনএস।

নিউ ইয়র্ক ফেডারেল আদালত শুক্রবার (৮ অক্টোবর) দেলোয়ার মোহাম্মদ হোসাইন (৩৬) নামের ওই বাংলাদেশি মার্কিন নাগরিককে দোষী সাব্যস্ত করেছেন। তার বিরুদ্ধে ওঠা তালেবানের জন্য তহবিল গঠন, পণ্য ও অন্যান্য সেবায় অবদান রাখাসহ সন্ত্রাসবাদে সহায়তার অভিযাগ প্রমাণিত হয়েছে।

কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে যান দেলোয়ার। বর্তমানে তিনি মার্কিন নাগরিক। তবে ২০০৯ সালে নিউ ইয়র্ক থেকে পাকিস্তানের উদ্দেশে থাইল্যান্ডগামী একটি বিমানে ওঠার সময় তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলাবাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় প্রথমে পাকিস্তান ভ্রমণ এবং পরে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে গিয়ে তালেবানে যোগদানের পরিকল্পনা করছিলেন দেলোয়ার।

দু’বছর ধরে বিভিন্ন নথিপত্র বিশ্লেষণ, যুক্তিতর্ক উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের পর পর গত শুক্রবার বাংলাদেশি বংশোদ্ভূত ওই নাগরিককে দোষী সাব্যস্ত করেন আদালত।

Exit mobile version