Site icon Jamuna Television

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধান

সেবাস্তিয়ান কুর্জ। ছবি: সংগৃহীত।

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দুর্নীতির তদন্তের অংশ হিসেবে সেবাস্তিয়ান কুর্জের পিপলস পার্টির (ওইভিপি) সঙ্গে যুক্ত বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় অস্ট্রিয়ান পুলিশ। এ ঘটনার পরই কুর্জসহ তার দলের ৯ জনের ওপর পদত্যাগের চাপ শুরু হয়।

তবে, সেবাস্তিয়ান কুর্জ দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। টাকার বিনিময়ে একটি ট্যাবলয়েডে ইতিবাচক খবর ছাপাতে চেয়েছিল বলে কুর্জের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

চলতি সপ্তাহে সেবাস্তিয়ান কুর্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই অস্ট্রিয়ান কোয়ালিশন সরকারের অন্যতম সহযোগী দল দ্য গ্রিনস কুর্জের বিরোধিতা শুরু করে। দলটি অস্ট্রিয়ার বিরোধী দলের সঙ্গে বৈঠক করে। কুর্জের পদত্যাগের আগে অস্ট্রিয়ান বিরোধী দলগুলো আগামী সপ্তাহে চ্যান্সেলরের দুর্নীতির ইস্যুতে আস্থা ভোটেরও হুমকি দিয়েছিল।

এদিকে কুর্জের পদত্যাগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল গ্রিনস। এর পাশাপাশি অস্ট্রিয়ান ভাইস চ্যান্সেলর ওয়ার্নার কগলারও কুর্জের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Exit mobile version