Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধাদের রুপার মেডেল দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ফাইল ছবি

মুক্তিযুদ্ধে অংশ নেয়ার স্বীকৃতি হিসেবে দেশের সব বীর মুক্তিযোদ্ধাকে একটি করে রুপার মেডেল দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ রোববার (১০ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ অংশগ্রহণ করেন।

কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, সরকার সব মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি আইডি কার্ডের পাশাপাশি তাদের ত্যাগের জন্য সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেয়ার।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় এই বৈঠকে। সারাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরে অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

 

Exit mobile version