Site icon Jamuna Television

কাতারে নিজের শেষ বিশ্বকাপ খেলার ইঙ্গিত নেইমারের

ছবি: সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপই হতে পারে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ। সংবাদমাধ্যমের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দেন তিনি।

সংবাদমাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, আমার কাছে মনে হচ্ছে এটাই শেষ বিশ্বকাপ। কারণ এর পরে ফুটবল খেলার মতো মানসিক অবস্থায় আমি হয়তো থাকবো না। তাই কাতার বিশ্বকাপটা যাতে আগের সবগুলো থেকে ভাল কাটে তার জন্য সকল চেষ্টাই আমি করবো। দেশকে বিশ্বকাপ জেতানোর চেষ্টা করবো। কারণ ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন ছিল। আশা করছি সেই স্বপ্ন পূরণ করতে পারব।

২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপই ছিল নেইমারের প্রথম। সেবার কোয়ার্টার ফাইনালে মারাত্মক চোট পান তিনি। ফলে জার্মানির বিপক্ষে আর সেমিফাইনাল খেলা হয়নি তার। সেই ম্যাচে জার্মানির সাথে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যায় তার দল। ২০১৮ সালে চোটে না পড়লেও রোমেলু লুকাকুর দুরন্ত পারফরমেন্সে বেলজিয়ামের সাথে হেরে আবারও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে ব্রাজিল।

Exit mobile version