Site icon Jamuna Television

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা, ফিরছেন ব্রড

ছবি: সংগৃহীত

আসন্ন অ্যাশেজ উপলক্ষে জো রুটকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ফিরেছেন ইনজুরি থেকে সেরে ওঠা স্টুয়ার্ট ব্রড।

আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে জমজমাট এ সিরিজ। করোনার কারণে সিরিজটিতে পালন করতে হবে নানা শর্ত। এবার নিয়ে তৃতীয়বারের মত অ্যাশেজে অধিনায়কত্ব করতে যাচ্ছেন রুট। সিরিজে সহ অধিনায়ক করা হয়েছে জস বাটলারকে। মানসিক স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করায় অনুমিতভাবেই দলে নেই বেন স্টোকস। পিঠের চোটের কারণে খেলতে পারবেন না স্যাম কারেনও। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইংল্যান্ড দলের অন্যতম পেসার স্টুয়ার্ট ব্রড। ভারতের সাথে সিরিজ চলাকালীন পেশী ছিঁড়ে গিয়েছিল তার।

ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জস বাটলার, হাসিব হামিদ, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, ক্রেগ ওভারটন ও জ্যাক ক্রলি।

Exit mobile version