Site icon Jamuna Television

ভ্রান্ত রায়ের মাধ্যমে একতরফা নির্বাচন করছে সরকার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

সরকার সুপরিকল্পিতভাবে ভ্রান্ত রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একতরফা নির্বাচন করছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বলেছেন, শেখ হাসিনা সরকারকে আর কোনমতেই সময় দেয়া যাবে না। রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

গতকাল রোববার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় ছিল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।

এদিকে মহানগর ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের একাংশ জড়ায় বাকবিতন্ডায়। একপর্যায়ে প্রেসক্লাব চত্বরে নিজেদের মধ্যে হাতাহাতি ও মারামারিতেও লিপ্ত হয় তারা।

এনএনআর/

Exit mobile version