Site icon Jamuna Television

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড বধের লক্ষ্য নিয়ে এবার আমিরাতে মাহমুদউল্লাহরা

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড বধের লক্ষ্য নিয়ে এবার আমিরাতে মাহমুদউল্লাহরা

ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচ খেলতে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ আবু ধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এবং একদিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

স্থানীয় সময় সাড়ে সাতটার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ টিম। বিমানবন্দর থেকে দুই ঘণ্টার বাস জার্নিতে সরাসরি আবু ধাবিতে চলে যায় দল। বাংলাদেশের সাথে একই ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে ওমান ও শ্রীলঙ্কা ক্রিকেট দল।

এনএনআর/

Exit mobile version