Site icon Jamuna Television

পার্লামেন্ট নির্বাচনের ইতিহাসের সর্বনিম্ন ভোটার উপস্থিতি দেখলো ইরাক

পার্লামেন্ট নির্বাচনের ইতিহাসের সর্বনিম্ন ভোটার উপস্থিতি দেখলো ইরাক

ছবি: সংগৃহীত

পার্লামেন্ট নির্বাচনের ইতিহাসের সর্বনিম্ন ভোটার উপস্থিতি দেখলো ইরাক। রোববার দেশটির নির্বাচন কমিশন জানায়, মাত্র ২০ শতাংশ মানুষ প্রয়োগ করেছেন ভোটাধিকার।

২০১৮ সালেও যা ছিলো ৪৪ শতাংশের বেশি। নির্বাচনের আগেই জনমত জরিপের পূর্বাভাস ছিলো, দেশের ৬০ ভাগ নতুন ভোটার ইচ্ছুক নন ভোটদানে। কারণ, মহামারি মোকাবেলায় সরকারের ব্যর্থতা, অর্থমন্দা, বেকারত্ব নিয়ে তারা হতাশ। কিন্তু বাস্তবেও নির্বাচন বয়কট করা হবে এমনটা ভাবেনি কমিশন।

রোববার টানা ১১ ঘণ্টা ভোটগ্রহণের পর সন্ধ্যা ছ’টায় কেন্দ্রগুলো বন্ধ করা হয়। ধারণা করা হচ্ছে, আগামী দু’দিনের মধ্যে ঘোষিত হবে ফলাফল। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সরকার গঠনে এক সপ্তাহ থেকে একমাস সময় লাগতে পারে।

এনএনআর/

Exit mobile version