Site icon Jamuna Television

তালেবানের সাথে প্রথম বৈঠক নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত।

গত আগস্টে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তাদের সাথে প্রথম বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। দোহায় তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক শেষ হয় রোববার। এই বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র জানায়, পারস্পরিক স্পষ্ট ও পেশাদার আলোচনা হয়েছে। তবে কথায় নয়, তালেবানকে বিচার করা হবে তাদের কাজের মাধ্যমে। খবর সিএনএন এর।

বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে জানানো হয়, নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে ফেরার নিশ্চয়তার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এই বৈঠকে।

একই সাথে সমাজের সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং যথাযথ মর্যাদাসহ সর্বপরি মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও জানিয়ে দেয়, কথায় চিড়ে ভিজবে না। কাজ দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে তালেবানকে।

Exit mobile version