Site icon Jamuna Television

কথিত উন্নয়নের তাস দিয়ে মানুষের মন জয় করা যাবে না: রিজভী

কথিত উন্নয়নের তাস দিয়ে মানুষের মন জয় করা যাবে না: রিজভী

ছবি: বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

তথাকথিত উন্নয়নের তাস দিয়ে মানুষের মন জেতা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের বাজারে তদারকি নেই, তাদের নজর এখন লুটপাটে।

করোনার অভিঘাতে মানুষের আয় রোজগারে যখন টানাপোড়েন অবস্থা তখন হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দর। পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুতের বিলও বাড়ছে পাল্লা দিয়ে।

রিজভী আহমেদ আরও বলেন, উন্নয়নের নামে দেশের লাখ লাখ কোটি টাকা পাচার করে তাক লাগিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। সরকারের মদদে কালোবাজারি সিন্ডিকেটের মাধ্যমে একের পর এর জিনিসপত্রের দাম বাড়ছে।

এনএনআর/

Exit mobile version