Site icon Jamuna Television

প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবিতে পদযাত্রা কর্মসূচি

দেশের সব প্রতিবন্ধী স্কুলকে এমপিওভুক্ত করাসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (১১ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, অনলাইনে আবেদন করা হলেও প্রতিবন্ধী স্কুলগুলো সরকারিকরণের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

এসময় তারা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা ও দেশকে এগিয়ে নিতে সহায়তা করার সুযোগ দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

Exit mobile version