Site icon Jamuna Television

অভিবাসীদের ওপর আরও কঠোর সৌদি আরব, এক সপ্তাহে আটক ১৬ হাজার

ছবি: সংগৃহীত।

এবারে অবৈধ অভিবাসীদের আটকের জন্য রীতিমতো চিরুণী অভিযান শুরু করেছে সৌদি আবর। এর আওতায় গত গত ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর এক সপ্তাহেই ১৬ হাজার ১৫১ জনকে আটক করা হয়েছে। খবর গালফ নিউজের।

স্থানীয় একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, আবাসন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিধান ভঙ্গের দায়ে এসব অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে আবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে ছয় হাজার ৯৭০ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে সাত হাজার ১৯৩ জন এবং শ্রমবিধি ভঙ্গের দায়ে এক হাজার ৯৮৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৯ হাজার ২৮১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়াও এসব আটককৃতদের আশ্রয় ও পরিবহন সুবিধাসহ বিভিন্নভাবে সাহায্য করার অভিযোগ আটক করা হয়েছে আরও ১৩ জনকে। তবে এ নিয়ে সৌদিবাসীদের আগেই সতর্ক করেছিল কর্তৃপক্ষ। বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের কোনওভাবে সাহায্য করলে অভিযুক্তদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

Exit mobile version