Site icon Jamuna Television

বাড়িতে টাকাই নেই দরজায় তালা কেনো? আমলাকে চিঠি চোরেদের

ছবি: সংগৃহীত

টাকাই নেই তো ঘরবাড়ি তালাবন্ধ করে রাখেন কেনো? সরকারি আমলার বাসায় চুরি করতে গিয়ে বিফল চোরেদের এমনই প্রশ্ন। অপটু হাতে সে কথা একটি চিঠিতে লিখেও রেখে গিয়েছে তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার (১০ অক্টোবর) এমনই অভিজ্ঞতা হয়েছে মধ্যপ্রদেশের দেবাস জেলার এক সরকারি আমলা ত্রিলোচন গৌড়ের।

ত্রিলোচনের অভিযোগ, তার ফাঁকা বাংলোয় ঢুকে আলমারি ভেঙে ৩০ হাজার টাকাসহ গয়না চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। বড়সড় দাঁও মারতে এসে চোরেরা যে হতাশ হয়ে ফিরে গিয়েছে, তা তাদের চিঠি দেখেই বোঝা যাচ্ছে।

পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, চুরির পর ঘর থেকে একটি চিঠিও উদ্ধার হয়েছে। তাতে লেখা, যদি টাকাপয়সা না-ই থাকে, তবে তালাবন্ধ করার প্রয়োজন নেই কালেক্টর।

পুলিশের কাছে ত্রিলোচন আরও জানিয়েছেন, সম্প্রতি দেবাস জেলার খটেগাঁওয়ের মহকুমার শাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন তিনি। রতলামের ম্যাজিস্ট্রেট হয়েছেন তার স্ত্রী। চলতি বছরের ২০ সেপ্টেম্বর দু’জনেই যে যার কাজের দায়িত্ব পালনে দেবাসের বাংলোবাড়ি ছাড়েন। রোববার বাংলোয় ফিরে দেখেন সামনের দরজা ভাঙা। ঘরবাড়ি লণ্ডভণ্ড। সেই সাথে আলমারির তালা ভেঙে টাকাপয়সা, গয়নাগাটি চুরি হয়ে গিয়েছে। তবে পড়ে রয়েছে চোরেদের চিঠি!

ইউএইচ/

Exit mobile version