Site icon Jamuna Television

শ্লীলতাহানী চেষ্টার অভিযোগে মামলা করলেন স্বরা ভাস্কর

ছবি: সংগৃহীত।

দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাদের মধ্যে একজন ইউটিবার এবং অন্যজন টুইটার ব্যবহারকারী। স্বরার অভিযোগ, নেটমাধ্যমে সেই দুই ব্যক্তি নানা বার্তা ছড়িয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করছেন।

দিল্লির বসন্তকুঞ্জ থানায় নিজের অভিযোগ জানিয়েছেন স্বরা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় সেই দুই ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছে। এই ঘটনার পরে ক্ষুব্ধ হয়ে স্বরা টুইটে লেখেন, আমি একা নই। আমার মতো নেটমাধ্যমে অনেকেই এ ধরনের হেনস্থার শিকার হন। যে সব নারী স্পষ্টবাদী, তাদের এভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।

এই প্রথম নয়। অতীতেও একাধিকবার নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন স্বরা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে মুখ খুলে প্রায়শই বিতণ্ডায় জড়ান তিনি। সম্প্রতি শাহরুখ-পুত্র আরিয়ান খানের সমর্থনে কথা বলেছিলেন স্বরা। তারকা-সন্তানদের প্রত্যেক মুহূর্তে কীভাবে আতশকাচের নীচে রাখা হয়, সে বিষয়ে সরব হয়েছিলেন স্বরা।

Exit mobile version