Site icon Jamuna Television

চীনে ভয়াবহ বন্যায় ২০ লাখ মানুষ গৃহহীন

ছবি: সংগৃহীত।

চীনের শানজি প্রদেশে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। গত সপ্তাহ থেকে চলমান বৃষ্টি থেকে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ওই প্রদেশের ৭০টি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে, সেই সাথে ভেঙ্গে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি।

গার্ডিয়ানের তথ্য মতে, ভূমিধসে চারজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

হেনানা প্রদেশে ভয়াবহ বন্যায় ৩০০ জনের মৃত্যুর তিন মাস না হতেই ফের বন্যা কবলিত হলো চীন স্থানীয় আবহাওয়াবিভাগ বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। সিনহুয়া নিউজ এজেন্সির দেওয়া তথ্য মতে, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শানজিতে গত সপ্তাহে ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেখানে ওই একই এলাকায় ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত অক্টোবর মাসে এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ২৫ মিলিমিটার।

Exit mobile version