Site icon Jamuna Television

পরিকল্পনা মন্ত্রীর মায়ের ইন্তেকাল

কুমিল্লা ব্যুরো

পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের মা সায়রা বেগম (৯৮) ইন্তেকাল করেছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা মহানগরীর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাধ্যক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, সায়রা বেগম দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। তাকে এর আগে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সর্বশেষ প্রায় ২ মাস আগে তাকে নগরীর মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

মুঠোফোনে পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কে এম সিংহ রতন জানান, পরিকল্পনা মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তিনি আরও জানান, ‘বৃহস্পতিবার দুপুর ২টায় জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে, পরে তাকে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।’

এদিকে মরহুমের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

Exit mobile version