Site icon Jamuna Television

এসআই পরিচয়ে মামলা দেয়ার কথা বলে টাকা গ্রহণ, গ্রেফতার ১

ছবি: প্রতীকী

রংপুর মহানগরীর সিগারেট কোম্পানি এলাকায় এসআই পরিচয় দিয়ে মামলা দেয়ার কথা বলে টাকা গ্রহণের অভিযোগে মামুন নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে সে দালাল।

স্থানীয়দের অভিযোগ, ওই মামুন নিজেকে এসআই পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য রানার কাছে তার আত্মীয়ের মামলার বিষয়ে প্রায় পাঁচ হাজার টাকার মতো নেয়। আবারও টাকার জন্য আসলে সন্দেহ হয় তার। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে সবাই তাকে আটক করে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি শওকত আলী সরকার জানান, থানায় মামলা করার জন্য ওই যুবক মামুন রানার কাছ থেকে টাকা নেয়। তার বিরুদ্ধে ওই এলাকায় এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছে মামলার বিষয়ে কথা বলে টাকা গ্রহণের অভিযোগ আছে। সে দালাল হিসেবে ওই এলাকায় পরিচিত।

ইউএইচ/

Exit mobile version