Site icon Jamuna Television

ভারতের কাছে টাইগারদের হার

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। ১৭৭ রানের টার্গেটে ১৫৯ রানে থামে টাইগারদের ইনিংস।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের ব্যাটে দুর্দান্ত শুরু করে ভারত। ৩৫ রান করে ধাওয়ান রুবেলের বলে ফিরলে ভাঙ্গে ৭০ রানের জুটি। সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা।

শেষ পর্যন্ত ৩০ বলে ৪৭ রান করে রায়না শিকার হন রুবেল হোসেনের। তবে রোহিত শর্মার ৬১ বলে ৮৯ রানের ইনিংসে ৩ উইকেটে ১৭৬ রানের পুজি গড়ে ভারত।

জবাবে দলীয় ১২ রানে লিটন দাস শিকার হন ওয়াশিংটন সুন্দরের বলে। ১ রান করা সৌম্য সরকারকেও ফেরান এই স্পিনার। মাহমুদুল্লাহ ১১ রান করে আউট হন চাহালের বলে।

তবে মুশফিকুর রহিমের ৭২ রানের ইনিংস স্বতেও জয় থেকে ১৭ রান দূরে থামে বাংলাদেশ।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version