Site icon Jamuna Television

মারা গেছেন অভিনেতা ইনামুল হক

ছবি: সংগৃহীত।

অভিনেতা, নাট্যকর, নির্দেশক ড. ইনামুল হক মারা গেছেন। সোমবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফেনী সদরের মটবী এলাকায় ১৯৪৩ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন ইনামুল হক। তার বাবা ওবায়দুল হক ও মা রাজিয়া খাতুন। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি চমৎকার নাটকের গল্প লিখে গেছেন ইনামুল হক।

১৯৬৮ সালে তার প্রথম লেখা নাটক ‘অনেকদিনের একদিন’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হয়। এ ছাড়া তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, সেইসব দিনগুলি’ (মুক্তিযুদ্ধের নাটক), ‘নির্জন সৈকতে’ ও ‘কে বা আপন কে বা পর’।

এ পর্যন্ত টেলিভিশনের জন্য মোট ৬০টি নাটক লিখেছেন তিনি। এছাড়া অভিনয় করেছেন অনেক জনপ্রিয় সব চরিত্রে।

Exit mobile version