Site icon Jamuna Television

মার্শের দারুণ ফর্ম মিডল অর্ডারে ঠেলতে পারে স্মিথকে

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া একাদশে তিন নম্বরে ব্যাট করতে পারেন ফর্মের তুঙ্গে থাকা মিচেল মার্শ। বিগত কয়েকটি সিরিজে এই অলরাউন্ডারের দুর্দান্ত ফর্মের কারণে তিন নম্বরে হয়তো ফিরতে পারবেন না স্টিভেন স্মিথ; খেলতে হবে মিডল অর্ডারে।

সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোয় মিচেল মার্শ ছিলেন অজি ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ১০ ম্যাচে তার সংগ্রহ ৩৭৫ রান। ওয়েস্ট ইন্ডিজেই প্রথম বারের মতো ৩ নম্বরে ব্যাট করেন মার্শ। এই দুই সিরিজে অজি স্কোয়াডে ছিলেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মতো অটো চয়েজ খেলোয়াড়রা।

আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিংয়ে নামছেন ৪ নম্বরে। আর ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ের ধরনেও প্রকাশ পাচ্ছে তাকে বেশি সময় ব্যাট করানোর প্রয়োজনীয়তা। এ কারণে হয়তো স্টিভ স্মিথকে ব্যাট করতে হবে ফাইভ ডাউন বা পাঁচ নম্বরে। ২০১১ সালের পর থেকে টু ডাউনের নিচের পজিশনে কখনো ব্যাট করেননি স্মিথ।

এম ই/

Exit mobile version