Site icon Jamuna Television

১০৭ দিন পর বন্ধু-প্রতিবেশীদের সংস্পর্শে সিডনিবাসী

ছবি সংগৃহীত।

দীর্ঘ প্রায় চারমাস পর লকডাউন শেষে সোমবার (১১ অক্টোবর) ঘরের বাইরে বের হয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষ। করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর গত জুনের শেষ থেকে সিডনিতে কঠোর লকডাউন ছিল। টানা প্রায় ১০৭ দিন পর সোমবার তুলে নেয়া হয়েছে লকডাউন। তাই এই দিনটিকে ‘নতুন স্বাধীনতা’ হিসেবে উদযাপন করছেন সিডনির জনগণ। খবর বিবিসির।

মূলত, করোনার কারণে সিডনি শহরে কারো বাড়িতে ভ্রমণে এতোদিন নিষেধাজ্ঞা ছিল। পাশাপাশি অত্যন্ত জরুরি প্রয়োজনেও কাজ মেটাতে হতো বাড়ির মাত্র ৫ কিলোমিটারের মধ্যে। তাই প্রতিবেশী বা বন্ধু-বান্ধবের সাথে সরাসরি দেখা করার সুযোগ ছিল না। তবে সোমবার এই নিয়ম ফুল ভ্যাকসিনেটেড জনগণের জন্য শিথিল করা হয়েছে। ফলে এখন টিকা গ্রহণকারীদের বাইরে বের হতে আর কোনও বাধা নেই।

তাই সিডনিতে সোমবার যেন এক নতুন সূর্যের উদয় ঘটেছে। আগের মতোই রাস্তায় মানুষের চলাচল, বন্ধুদের সাথে ক্যাফেতে আড্ডা এবং প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য শমিংমলে মানুষের ভিড়। যেন ঠিক আগের মতো আবারও প্রাণ ফিরে পেলো সিডনি।

Exit mobile version