Site icon Jamuna Television

বাঁচা-মরার ম্যাচে কোহলির বেঙ্গালুরুর প্রতিপক্ষ সাকিবের কলকাতা

ছবি: সংগৃহীত

আইপিএলের প্লে অফে বাঁচা মরার লড়াইয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আজ রাত ৮টা শুরু হবে এই এলিমিনেটর ম্যাচ।

এই ম্যাচে জয়ী দল খেলবে দিল্লির বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ হতে এখন সুযোগ আছে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের।

দুটি দলই এবারের আসরে দারুণ ক্রিকেট খেলেই এসেছে এ পর্যন্ত। কোহলির দলে ম্যাক্সওয়েল, ডি ভিলিয়ার্সরা ছাড়াও বোলিংয়ে আছেন এবারের আসরে দৃষ্টি কেড়ে নেয়া হার্শাল প্যাটেল, নিজেকে খুঁজে পাওয়া যুজভেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, কাইল জেমিসনরা। অন্যদিকে কলকাতার ব্যাটিংয়ের মূল শক্তি ভারতীয় তরুণ ব্যাটাররা। শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার আছেন দারুণ ফর্মে। আন্দ্রে রাসেল, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডারের সাথে আছে ভরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের মতো স্পিনার। তাই দুর্দান্ত ক্রিকেটের আশা করতেই পারে ক্রিকেটামোদীরা।

এম ই/

Exit mobile version