Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং আতঙ্ক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার বারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের শার্ট পরিহিত এক কিশোরকে ৫-৬ জন এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারছে। এরমধ্যে একজনের হাতে থাকা প্লাস্টিকের জিআই পাইপ দিয়ে তাকে মারতে দেখা যায়৷ আহত ওই কিশোরের নাক মুখে জখম হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়৷ আহত কিশোরসহ তার বন্ধুরাও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে আজকের এই ঘটনা ঘটেছে। তবে শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, শহরের দক্ষিণ তেমুহনী এলাকার নিউ মডেল হাসপাতালের সামনে শনিবার (৯ অক্টোবর) বিকেলেও কিশোর গ্যাংয়ের একটি হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা এগিয়ে আসায় ওইদিন হামলাকারীরা পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, কেউ আমাকে ঘটনাটি জানায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version