Site icon Jamuna Television

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক

কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে সারাদেশে। বুধবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বিমান দুর্ঘটনায় নিহতদের। দেশের বাইরে সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শুক্রবার দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান-উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ নিহত হয়েছেন মোট ৫১ জন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version