Site icon Jamuna Television

আজ মহাসপ্তমী

শান্তির অমর বাণী শোনাতে স্বর্গলোক থেকে মর্ত্যে এসেছেন মহামায়া, আনন্দময়ী দেবী দুর্গা। আজ সপ্তমী তিথিতে দেবীর সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে।

সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হবে ত্রিণয়নী দেবীর। অশুভ শক্তিকে বধের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তমী তিথি। হবে দেবীর নবপত্রিকায় প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পরম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।

প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে দেবীকে পূজা করা হবে আজ। এরপর কল্পনার মধ্য দিয়ে দেবীকে মনের আসনে বসানো হবে। গতকাল অনুষ্ঠিত হয়েছে দুর্গার ষষ্ঠী বিহিত পূজা।

Exit mobile version