Site icon Jamuna Television

কুড়িগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ (ভিডিও)

কুড়িগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় নেতাকে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে কুড়িগ্রামে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুই পক্ষ। সোমবার রাতে সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, দলের বর্ধিত সভায় অংশ নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটি ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক কুড়িগ্রামে যান। সার্কিট হাউজে তাকে অভ্যর্থনা জানায় নেতাকর্মীরা।

এ সময় জেলা ছাত্রলীগের দুই পক্ষ জড়িয়ে পড়ে হাতাহাতিতে। তাদের থামাতে গিয়ে আহত হন উপস্থিত আওয়ামী লীগের বেশ কয়েক জন নেতাকর্মী। উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীরা সার্কিট হাউজের কয়েকটি জানালার গ্লাসও ভাঙচুর করে।

পরে জেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলী এবং সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এনএনআর/

Exit mobile version