Site icon Jamuna Television

কাঠমান্ডুর পথে ৮ সদস্যের মেডিকেল টিম

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের শনাক্ত ও আহতদের চিকিৎসায় কাঠমান্ডুর পথে রওনা হয়েছেন ৮ সদস্যের একটি মেডিকেল টিম। বৃহস্পতিবার, সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন তারা।

মেডিকেল টিমের নেতৃত্বে আছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন। দলের আরেক সদস্য ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানান, কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং মরদেহ শনাক্তে কাজ করবেন তারা। মৃতদেহের অবস্থা বুঝে কোথা থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে। এই টিমে রয়েছেন ঢাকা মেডিকেলের পাঁচ এবং অর্থপেডিক হাসপাতালের তিন জন চিকিৎসক। পাসপোর্ট জটিলতায় যেতে না পারা আরও এক চিকিৎসক শিগগিরই নেপাল যাবেন বলে জানানো হয়েছে। মেডিকেল টিমের সাথে গেছেন সিআইডি’র দুই কর্মকর্তা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version