Site icon Jamuna Television

‘খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে বিকেলে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, আমলাদের দ্বারা দেশ পরিচালনা করছে সরকার। দলীয়করণ এবং আমলা লীগের মাধ্যমে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার। এ সময় সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন মহাসচিব।

এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোট দিতে পারবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version