Site icon Jamuna Television

‘ধর্মের নামে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল, তাদেরকে দমন করা হয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

ধর্মের নামে দেশে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল, তাদেরকে কঠোরভাবে দমন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এই নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। পূজা মণ্ডপগুলোতে কোনো ধরনের ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। শুধু পূজা নয়, সব উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version