Site icon Jamuna Television

দলীয়করণের মাধ্যমে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দলীয়করণ এবং আমলা লীগের মাধ্যমে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি এতথ্য জানান। বলেন, আমলাদের দ্বারা দেশ পরিচালনা করছে সরকার।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। এসময়, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যেখানে জনগণ ভোট দিতে পারবে।

এনএনআর/

Exit mobile version